আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশের অন্যতম প্রধান কবি আসাদ চৌধুরী স্মরণে টরন্টোতে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর, টরন্টোর ৪৯ ফেলস্টিড এভিনিউ’র সেন্ট প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলের মিলনায়তনে। টরন্টোর সর্ব স্তরের মানুষের অংশগ্রহণে এই নাগরিক স্মরণসভা সফলভাবে করার জন্য গত ১৫ই অক্টোবর এবং ২৫ অক্টোবর টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে দুটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় কবি দিলারা হাফিজ’কে আহাবায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন ও কবি দেলওয়ার এলাহীকে যুগ্ম সম্পাদক মনোনীত করা হয় নাগরিক স্মরণসভা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য।
নাগরিক স্মরণসভায় কবি আসাদ চৌধুরীর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মরণালোচনা, নাচ, গান এবং কবিতা আবৃত্তির আয়োজন রাখা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আহাবান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ই অক্টোবর, বৃহস্পতিবার রাত তিনটায় কবি আসাদ চৌধুরী টরন্টোর অশোয়ার লেক রিজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরের দিন শুক্রবার বাদ জুম্মা কবির নামাজে জানাযা অনুষ্ঠিত হয় টরন্টোর নাগেট মসজিদে। পরে সেই দিন বিকেলে কবির মরদেহ পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে টরন্টোর বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রায় এক দশক এই শহরে বসবাস করা আসাদ চৌধুরী সমাজের সর্ব স্তরের মানুষের কাছে খুবই প্রিয় এক মানুষ ছিলেন। টরন্টোর বাংলাদেশীদের যে কোন অনুষ্ঠানে তিনি হাসি মুখে হাজির হতেন এবং তাঁর উপস্থিতি সবাইকে ভালো কাজে উদ্দীপ্ত করতো। তাঁর কথা সবার কাছে এক পরম অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করতো। টরন্টোর সাহিত্য ও সংস্কৃতির জগতে তিনি ছিলেন প্রধানতম অভিভাবক। তাঁর প্রাণ খোলা হাসি, সবাইকে নিমিষেই আপন করে নেবার ক্ষমতা, মানবিকতা এবং অসাধারণ কথা বলার ক্ষমতা সব সময় তাঁকে আপামর জনসাধারণের কাছে শ্রদ্ধার আসনে রাখবে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০১ নভেম্বর ২০২৩ /এমএম





