প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ‘কেজিএফ’ এবং ‘কেজিএফ টু’-এর সাফল্যের পর দক্ষিণ ভারতীয় তারকা যশকে কে না চেনেন! দক্ষিণ ভারতের তারকাদের মধ্যে তিনি একপ্রকার জনপ্রিয়তার শিখরে রয়েছেন। বি-টাউনে গুঞ্জন নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাবণ হচ্ছেন সেই যশই।যদিও এখবরটা বেশ পুরনো। এখন যা শোনা যাচ্ছে, তা জানলে আপনিও চোখ কপালে তুলবেন।
শোনা যাচ্ছে, ‘রামায়ণ’-এ রাবণ সাজতে যশ নাকি ১৫০ কোটি টাকা নিচ্ছেন। কি চমকে উঠলেন তো? সত্যিই চমকে যাওয়ার মতোই খবর বটে!বি-টাউনে জোর গুঞ্জন, নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় নাকি থাকবেন দক্ষিণের সাই পল্লবী। এই সিনেমার জন্য নাকি চুক্তিতে সইও করে ফেলেছেন তারকারা। আগামী বছর শুরু হবে শুটিং।
একটি বিশেষ সূত্র বলছে, ‘কেজিএফ’-এ যশের লুকের তুলনায় রামায়ণে এক্কেবারেই বদলে যাবে তার চেহারা। রামায়ণে রাবণ হিসাবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর।এদিকে রাবণ সাজতে যশও তার শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন। যে কারণে অনেক কসরত করতে হচ্ছে তাকে।আবার শোনা যাচ্ছে, ‘রামায়ণ’-এর রাম হতে রণবীর কাপুর নাকি মদ, মাংস খাওয়া ছেড়ে দিচ্ছেন। যদিও এই গুঞ্জনের কোনো সত্যতা নেই। পুরোটাই গুজব। রণবীর কাপুর আপাতত তার সিনেমা ‘অ্যানিম্যাল’ নিয়ে ব্যস্ত।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২২ অক্টোবর ২০২৩ /এমএম





