আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোতে আজ শনিবার স্থানীয় সময়ে গাজায় গণহত্যার প্রতিবাদে টরন্টোর ডেনফোর্থের বাংলা টাউনে বাংলাদেশি কানাডীয়ানরা প্রতিবাদ সমাবেশ করেছে।
এ সময় অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা এমপিপি ডলি বেগম এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রগতিশীল গনতান্ত্রিক ঐক্য- পিডিআই কানাডা এই সমাবেশের আয়োজন করে।
প্রচন্ড কনকনে ঠান্ডা উপেক্ষা করে বাংলাদেশি কানাডীয়ানরা এই সমাবেশে অংশ নেন। এ সময় পিডিআইর মাহবুব আলম, আজফার সাইয়িদ,মনির জামান রাজু, চলচ্চিত্র নির্মাতা এনায়েত করীম বাবুল, সাংবাদিক শ্ওগাত আলী সাগর, উদীচী কানাডার মিনারা বেগম,মাহবুব চৌধুরী রনিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২২ অক্টোবর ২০২৩ /এমএম








