Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌

ফেসবুক
আমি জানি,
একটি ফুটফুটে সন্তান আছে তোমার ঘরে,
স্বামী বিদেশে-বড় চাকুরি করে;
সময় পেলেই বিভিন্ন দেশে যায়, তোমার-
প্রাচুর্যের সঙ্গী-সাথীরা মাথায় তুলে রাখে তোমায়!

আমি জানি,
সকাল হলে, তুমি-
রাত্রীর ক্লান্তি যাও ভুলে; খোঁপা খুলে-
ঘুরে বেড়াও দিনভর, নাচো-হাঁটো-
গান গাও ছিপছিপে শরীর দুলে দুলে!

আমি জানি,
তোমার জানালায়-
কখনো নামে না বিরহের বিষাদমাখা গোধূলি;
শক্তিশালী ডলারের বিপরীতে, এক কর্মহীন-
প্রেমিক হিসেবে আমি নিছক অচল আধুলী!

আমি জানি,
তোমার পছন্দের মুভি টাইম, পার্ক, অথবা
রিসোর্টে ঘন ঘন ঘুরতে যাওয়া;
বিলাসবহুল রেস্টুরেন্টে নিয়মিত খাওয়া;
এই তথ্যগুলোর সব কিছুই-
তোমার ফেইসবুক ওয়াল থেকে পাওয়া!

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ অক্টোবর ২০২৩ /এমএম