প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে সংবাদমাধ্যম প্রথম আলোকে আইনি নোটিশ পাঠিয়েছে বেসরকারি সংস্থা ইসাবেলা ফাউন্ডেশন। সেই সঙ্গে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এই ভিডিওটি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল প্লাটফর্ম থেকে মুছে ফেলার কথাও জানানো হয়।সোমবার (২ অক্টোবর) আইনজীবী সজল আহমেদ স্বাক্ষরিত এ আইনি নোটিশ পাঠানো হয়।
এতে বলা হয়, ইসাবেলা ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। দেশ ছাড়িয়ে বিদেশেও এটি পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানটি পরিবেশ, প্রকৃতিসহ বিভিন্ন গবেষণা পরিচালনা করছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ’বেঙ্গল স্লো লরিস’ নামে ইসাবেলা ফাউন্ডেশনের একটি গবেষণা প্রতিবেদন ইউটিউবে প্রকাশ হয়। এ বছরের ২৬ জুলাই ওই ভিডিওর প্রায় একই ভিডিও প্রথম আলোর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। বিষয়টি প্রতিষ্ঠানের নজরে এসেছে।
নোটিশে আরও বলা হয়, ২০০০ সালের কপিরাইট আইন অনুযায়ী এ ঘটনা সুস্পষ্ট আইন লঙ্ঘন। এ জন্য আগামী সাতদিনের মধ্যে প্রথম আলো কর্তৃপক্ষের জবাব চেয়েছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে নিজেদের সকল প্লাটফর্ম থেকে ভিডিওটি ডিলিট করে দেওয়ার কথাও জানানো হয় এখানে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ অক্টোবর ২০২৩ /এমএম