প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) নতুন কমিটি গঠিত হয়েছে।এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক আমাদের সময়ের রিপোর্টার আক্তারুজ্জামান নির্বাচিত হয়েছেন।সোমবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) অডিটোরিয়ামে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাতেন বিপ্লব।
কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক পদে বাংলানিউজ২৪.কমের লীড মাল্টিমিডিয়া রিপোর্টার রহমতুল্লাহ, সহসভাপতি আমাদের সময়ের মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কালের কণ্ঠের আব্দুলাহ জুবায়ের সাইফুল, দপ্তর সম্পাদক বাংলাফ্লোর আবু বকর সিদ্দিক, অর্থসম্পাদক কালবেলার মুজাহিদুল ইসলাম (অন্তু মুজাহিদ) প্রচার সম্পাদক কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, নারীবিষয়ক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমকালের ফৌজিয়া ফারিয়া, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক বাংলাদেশ টাইমসের আরেফিন ইমন, সাহিত্য সম্পাদক আমারদেশ পত্রিকার আরমান মুজাহিদ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমার দেশের রিপোর্টার আশরাফুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক বাংলানিউজ২৪.কম সাইমুন মুবিন পল্লব, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান তালহা, আপ্যায়ন সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী সদস্যপদে কালবেলার এইচ এম মাহিন, কালের কন্ঠের মিরাজ উদ্দীন, বাংলাদেশ প্রতিদিনের নাজমুল ইসলাম এবং নাগরিক টিভির জিহাদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম