Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  বাংলাদেশের গণমাধ্যমের উপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হবে বলে যে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, সে বিষয়ে বিবৃতি দিয়েছে ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’।বুধবার ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদারের পাঠানো বিবৃ‌তি‌তে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের গণমাধ্যমের উপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা হতে পারে বলে যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ সম্পাদক ফোরাম তার এই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত মনে করে।

সম্পাদক ফোরামের নেতারা বলেন, এ ধরনের বক্তব্য দেশের স্বাধীন গণমাধ্যমের উপর অযাচিত চাপ সৃষ্টি করে, যা গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের শামিল। যুক্তরাষ্ট্র যখন সারা বিশ্বে মুক্ত গণমাধ্যমের কথা বলে, সেখানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এ ধরনের বক্তব্য দুঃখজনক এবং যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতির পরিপন্থী। আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশের গণমাধ্যম এবং সাংবাদিক সমাজ গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলে। দেশে আসন্ন নির্বাচন সবার অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক, এটি দেশের মানুষের প্রত্যাশা এবং এ লক্ষ্যে গণমাধ্যম ও সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এর আ‌গে ২৫ সে‌প্টেম্বর মার্কিন ভিসা নীতিতে গণমাধ্যমও যুক্ত হবে বলে জানিয়েছি‌লেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেছি‌লেন, সরকারি দল, বিরোধী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর পর আগামীতে গণমাধ্যমও এই ভিসা নীতিতে যুক্ত হবে।গত ২৪শে মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করে। এই নীতির আওতায় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তি ও সহায়তাকারীদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়ার কথা বলা হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৫ অক্টোবর ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ