Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের জানাজার নামাজ কানাডার স্থানীয় সময় আজ শনিবার বাদ জোহর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মুনমুনের জানাজার নামাজে বাংলাদেশ কমিউনিটি, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক এবং বিভিন্ন কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।

মুনমুন গত বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকালে ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয় যাবার পথে গাড়ির চাপায় নিহত হন।তাঁর মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা হয়েছে। নামাজে জানাজার পর তাঁর মরদেহ এই সপ্তাহে ঢাকায় তাঁর পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য ২১ বছর বয়সী ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের বাবা- মা দুজনেই ডাক্তার এবং ঢাকায় থাকেন। মুনমুন এ বছর ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এর তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মত মুনমুন বিশ্ববিদ্যালয় ক্লাসে যাবার প্রাক্কালে এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান।মুনমুনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৪ সেপ্টেম্বর ২০২৩ /এমএম

 


এই বিভাগের আরও সংবাদ

Generic selectors
Exact matches only
Search in title
Search in content