Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় বিস্ময় ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এ নিন্দা প্রকাশ করেন।বিবৃতিতে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এই মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বিএফইউজে নেতারা।

এ ছাড়া নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামকে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বিএফইউজে।আব্দুুস সালামকে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ সেপ্টেম্বর ২০২৩ /এমএম


এই বিভাগের আরও সংবাদ