আহসান রাজীব বুুলবুুুুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: উৎসব মুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ফেস্টিবেল আলবার্টা ২০২৩। তুষার আবৃত্ত কানাডার কর্মময় এক ঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙ্গালীরা দুইদিন ব্যাপী আনন্দ উৎসবে মেতেছিল অন্যরকম এক মিলন মেলায়।
বাংলার সবুুজ মাঠ পেরিয়ে বিশ্ব প্রান্তরে সূর্যেও হাসি তেমন দেখা না মিললেও বৈশাখের রঙ, ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের জয়গানে। শিশু-কিশোর আর নারীপুুরুষের পদভারে কানায় কানায় পূর্ণ ছিল জেনেসিস সেন্টার।
নব প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে তুুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। মেলায় ছিল রং বেরং এর বাহারী শাড়ী, বাংলার ঐতিহ্যময় পিঠা পুলি খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন ধরণের বিভিন্ন স্টল।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী, সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কানাডার ফেডারেল সরকারের এমপি জসরাজ সিং হালান, আলবার্টা সরকারের আইন মন্ত্রী মিকি এমেরি, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর আহমেদ ওয়াকার রাজা এবং অনুষ্ঠানের অন্যান্য স্পন্সর।
প্রজন্ম থেকে প্রজন্মাতরে আমাদের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। তাঁরা জানান, আমাদের এই আনন্দ ঘন মূহুর্তকে স্মরনীয় করতে বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশের কিংবদন্তী বিখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন, ফোক খ্যাত লাভলী দেব, সমসাময়িক কালের সাড়া জাগানো তরুণ প্রজন্মের বালাম,মুজা, ক্রোনেজ ব্যান্ড এবং ক্যালগেরির স্বনামধন্য কায়া ব্যান্ড সঙ্গীতের দল।
প্রবাসের মাটিতে তাঁরা তুলে ধরেন আশি এবং নববই দশকের সেই সব বিখ্যাত গান। অন্যদিকে তরুণ প্রজন্মের শিল্পীরা তুলে ধরেন সমসাময়িক কালের বিখ্যাত গানগুলো।পদ্মা-যমুনা মিলনের মতই প্রবাসী বাঙ্গালীদেও পাশাপাশি বিদেশীরাও এ অনুষ্ঠানে যোগ দিয়ে উপোভোগ করেন সকাল থেকে রাত অবধি।
আনন্দের আবহে সকাল থেকে মধ্যরাত অবধি বাঙ্গালীর চিরাচরিত আড্ডা আর লোকে লোকারণ্যে মুখরিত গানের সুরে, আর উপস্থাপনায় কোথাও যেন ঘটেনি ছন্দপতন।দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের মিডিয়া পাটনার ছিল চ্যানেল আই ও আলবাট্রার বাংলা অনলাইন পত্রিকা “প্রবাস বাংলা ভয়েস”।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী জানালেন, আমাদের রয়েছে সুন্দর একটি সংস্কৃতি যে বলয়ে আমরা বেড়ে উঠেছি,আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বিদেশীরাও উপভোগ করছে আমাদের এই অনুষ্ঠান, বিভিন্ন দেশের ভাষাভাষীর মানুষরাও অংশ গ্রহন করছে ও উপভোগ করছে আমাদের এই অনুষ্ঠান
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ জানালেন, দুইদিন ব্যাপী এই অনুষ্টান সবাই উপভোগ করেছে । বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা এতে অংশগ্রহণ করে অনুষ্ঠান কে আরো সাফল্য মন্ডিত করে তুলেছেন।
দুইদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজনের টাইটেল স্পন্সর আহমেদ ওয়াকার রাজা জানালেন, আমরা আমাদের সংস্কৃতি কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই যেন তাঁরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানে এবং চর্চা অব্যাহত রাখে। দুই দিন ব্যাপী অনুষ্ঠানে প্রবাসে আমরা ফিরে পেয়েছিলাম লাল-সবুজের বাংলাদেশকে।
দূরপ্রবাসে বাঙ্গালী জীবনে বাঙ্গালী সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার এই মহামিলনে জেগে উঠুক নতুনপ্রজন্ম। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে লাল সবুজ আর মুক্তিযুদ্ধেও বাংলাদেশ হয়ে উঠুক আরো সুন্দর, আরো উন্নত–এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩০ আগস্ট ২০২৩ /এমএম









