Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ বরফাচ্ছন্ন কানাডার এই সময়টায় প্রবাসী বাঙালিরা মেতে ওঠে আনন্দ উৎসবের অন্যরকম এক মিলন মেলায়। আর এই মিলন মেলা কে আরো প্রাণবন্ত করে তুলতে আমন্ত্রিত হয় বাংলাদেশের প্রতিটি যশা কিংবদন্তি শিল্পীরা। ইতিমধ্যেই অনেক স্বনামধন্য শিল্পীরা সুদূর বাংলাদেশ থেকে এসে কানাডায় অবস্থান করছেন।

প্রায় এক লাখেরও বেশি প্রবাসী বাঙালিরা উত্তর আমেরিকার দেশ কানাডায় বসবাস করেন। তাদেরকে গানে গানে মাতানোর জন্য বছরের এই সময়টাতে শিল্পীদের বেশি দেখা যায়। এরমধ্যে রয়েছেন বাংলাদেশের কয়েকজন তারকাখ্যাত সংগীতশিল্পী। আছেন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, ফোকসম্রাজ্ঞী মমতাজ, লাভলী দেব,তপন চৌধুরী, প্রতীক হাসান, ইমরান, বালামের মতো সাড়া জাগানো শিল্পীরা।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র আয়োজনে কানাডার আলবার্টার ক্যালগেরি শহর মাতাতে ক্যালগেরির জেনেসিস সেন্টারে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠানে আসছেন কিংবদন্তী প্রখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন,ফোক সংগীত খ্যাত লাভলী দেব, তরুণ প্রজন্মের বালাম, মুজা, “ক্রোনেজ” ব্যান্ড এবং ক্যালগেরির স্থানীয় “কায়া” ব্যান্ড সংগীত দল।

অনুষ্ঠান কে ঘিরে ইতিমধ্যে শহরে ব্যপক আয়োজন লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন স্থানে বাংলাদেশী তারকাদের পোষ্টার এবং প্রচার প্রচারণা চলছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার প্রচারণা চলছে। ইতিমধ্যেই যারা পার্শ্ববর্তী সিটি তে বসবাস করেন তাদের জন্য অনলাইনে টিকিট কেনার ব্যবস্থাও করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী বলেন, শুধু দর্শকদের মধ্যে আনন্দ দেয়াই নয়, আমরা আমাদের সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য কে ধরে রাখতে চাই। আর সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

সহ-সভাপতি কাজী জুনায়েদ হোসেন বলেন, পার্শ্ববর্তী শহর এবং শহরের বাইরে থেকে সবাই এসে অনুষ্ঠানটি উপভোগ করতে পারে এজন্য আমরা প্যাকেজ আবাসিক হোটেলেরও ব্যবস্থা রেখেছি। আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশ ও কানাডার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ বলেন, আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতির বলয়, নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে চাই, যোগসূত্র তৈরি করতে চাই- আর সে লক্ষ্যেই আমরা বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’ ক্যালগেরির জেনেসিস সেন্টারে আয়োজন করেছি ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’।

উল্লেখ্য আগামী ২৬ ও ২৭ আগষ্টে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বিখ্যাত সংগীত শিল্পী ছাড়াও প্রবাসী বাঙ্গালীদের এই আনন্দ উৎসবে আলবার্টা সরকারের সদস্যগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২২ আগস্ট ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ