Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ বিপুল উৎসাহ আর উদ্দীপনা এবং তারুন্যের বাধভাঙ্গা জোয়ারের মধ্য দিয়ে কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হয়েছে জমজমাট ‘বাংলা রকফেস্ট ২০২৩’। কানাডার বাংলাদেশি ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠান সকলস্তরের দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে কমিউনিটির সেরা এবং সফল আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে সকল মহলে।

বাংলাদেশি ব্যান্ড এসোসিয়েশন অব কানাডা এবং ম্যাপলহুড নেইবারকেয়ার এন্টারটেইনমেন্ট এর উদ্যোগে ১৯০ রেলসাইড রোডের ‘টরন্টো প্যাভিলিয়ন’এ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক শিল্পীদের সাথে নেচে গেয়ে ভিন্নরকমের এক পরিবেশ তৈরি করে ।এবারের আয়োজনে বাংলাদেশি শিল্পীদের নিয়ে গড়ে ওঠা ৭টি ব্যান্ড অংশ নেয়। এগুলো হচ্ছে ক্র্যাক প্লাটুন, আয়রন ক্লেফ,ঝড়, সেক্টর ২.০,ব্যান্ড ফোর,যান্ত্রিক এবং মানুষ।

বিকেল থেকেই বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠানস্থলে ভীড় জমায়। গভীর রাত পর্যন্ত নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তরুনরা। আয়োজকদের নিপুণ ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটিই সম্পন্ন হয় কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই। শিল্পীদের পারফরমেন্সের পাশাপাশি বাংলা রক ফেস্ট এর ব্যবস্থাপনা টীমের নৈপুণ্যও দর্শকদের প্রশংসা অর্জন করেছে।

অনুষ্ঠানের আগেই এবারের রক ফেষ্ট নিয়ে কমিউনিটিতে বিপুল আগ্রহ তৈরি হয়। শহরের কোনো আয়োজন নিয়ে আগেভাগেই এতো আলোচনা, আগ্রহ কৌতূহল চোখে পড়েনি বলে অনেকেই মন্তব্য করেছেন। অনুষ্ঠানেও যেনো তাদের সেই আকাংখারই প্রতিফলন ঘটেছে। প্রতি ব্যান্ডই তাদের অসাধারন পরিবেশনা দিয়ে দর্শকদের উজ্জীবিত এবং মুগ্ধ করেছে।

আয়োজকরা জানান, বাংলা রক ফেস্ট এর মাধ্যমে প্রবাসের তরুন প্রজন্মের সাথে বাংলা সংস্কৃতির মেলবন্ধন তৈরির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন আমাদের লক্ষ্য।আমাদের তরুন প্রজন্ম এখনো বাংলা সংস্কৃতিকে ভালবাসে, বাংলাদেশকে ভালবাসে। শুধু দরকার ছিল এমন একটা পদক্ষেপের।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ আগস্ট ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ