আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ১৯৭৫-এর সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ, ড.মো:বাতেন, আবদুল্লা রফিক, মাহমুদ হাসান, মাহফুজুল হক মিনু, শুকুরুজজামান তুহিন এবং এনথনি জ্যাকব সহ অন্যরা। এ সময়ে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সহ-সভাপতি কাজী জুনায়েদ হোসেন এবং ইকবাল রহমান সহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে এক আলোচনা সভায় বক্তারা বলেন, এই বর্বর হত্যাযজ্ঞ ছিল বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশের আত্মবিকাশকে রুদ্ধ করে দেওয়াই ছিল এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শুধু একটি স্বাধীন দেশ দিয়ে যাননি, তিনি আমাদের হৃদয়ে একটি স্বপ্ন দিয়ে গেছেন। আর সেই স্বপ্ন হলো সোনার বাংলার স্বপ্ন। একটি উন্নত, সমৃদ্ধশালী অর্থনীতি, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত হবে। তাঁর সেই স্বপ্ন অর্জনে আমাদের সকলকেই কাজ করতে হবে।বক্তারা ৭৫ এর ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের নূসংস হত্যাকাণ্ডে জড়িত খুনী নূর চৌধুরীসহ অন্যান্যদের কে দেশে ফিরিয়ে নিয়ে বিচার ও উপযুক্ত শাস্তি দাবি করেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৬ আগস্ট ২০২৩ /এমএম







