Menu

এবার বাংলাদেশের সিনেমাতে সানি লিওন!

বাংলানিউজসিএ ডেস্ক :: কানাডায় জন্মগ্রহণকারী ইন্ডিয়ান-আমেরিকান অভিনেত্রী সানি লিওন এবার বাংলাদেশের সিনেমাতেও কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।দেশের নবীন পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমার একটি আইটেম গানে অভিনয় করবেন সালি লিওন। পরিচালক শামীম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বিক্ষোভ সিনেমার একটি গানে পারফর্ম করবেন সানি লিওন। এটাকে আইটেম সংও বলা যেতে পারে। তবে গানটির শুটিং হবে মুম্বাইতেই।

‘বিক্ষোভ’ ছবিটি প্রযোজনা করছেন সেলিম খান। ছবিটিতে কাজ করার জন্য আরও চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও রজতাভ দত্ত।রনি বলেন, একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিক্ষোভ সিনেমাটি নির্মিত হবে। সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই সিনেমা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২০ আগস্ট ২০১৯ / এমএম


Array