আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরির এসটি জন পল স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বিডি ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসর।টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অধিনায়ক কাউসারের নেতৃত্বাধীন ক্যালগারি হিট এন্ড রান ৬ উইকেটে নাসিরের নেতৃত্বাধীন ক্যালগারি রেপটর্সকে হারিয়ে শিরোপা জিতেছে।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও বোলার হয়েছে সৌমিক লিওন , সেরা ব্যাটসম্যান আব্দুস সামাদ সুমন আর সেরা ফিল্ডার সোহান। শুভ মজুমদারের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের টাইটেল স্পনসর রিয়েলটোর ইকবাল রহমান, স্পনসর জুবায়ের সিদ্দিকী, রোজিনা মিনা , কাজী ইকবাল, গোলাম খাইরুল বাশার সহ অন্যান্য স্পনসররা। উৎসব মুখর পরিবেশে গ্যালারি পরিপূর্ণ ছিল ক্রিকেট অনুরাগী আর দর্শক দিয়ে।
অনুষ্ঠানের আয়োজক শুভ মজুমদার জানান, প্রবাসে খেলাধুলার নিয়মিত চর্চা এবং খেলোয়াড়দের আগ্রহ উদ্দীপনা দেখে সত্যিই আমরা অভিভূত। শুধু ১২তম নয়, আমাদের খেলাধুলার এই আসর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উজ্জীবিত রাখতে চাই।উল্লেখ্য বিডি ক্রিকেট টুর্নামেন্ট ৩১ শে জুলাই থেকে শুরু হয়ে ফাইনাল এর মধ্যে দিয়ে আজ তা সমাপ্ত হলো।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৩ আগস্ট ২০২৩ /এমএম







