Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ বাংলায় শ্রাবণ হলেও কানাডার আকাশে শ্রাবনের তেমন দেখা মেলে না।অন্যদিকে শিউলি ও কাশফুল ফোটানো ঋতুর রানী শরতের আগমনী বার্তা প্রবাসী বাঙালির জীবনজুড়ে শিহরণ জাগায়।দূর প্রবাসে বসে প্রবাসী বাঙালিরাও ভুলতে পারে না জীবনের সেই জয়গান আর শরৎ ঋতুর বন্দনা। স্মৃতিতে অম্লান হয়ে ভেসে আসে সেই দিনগুলো।

“দুদিন প্রবাসে আসি বৃথাই বাঁধিনু ঘর, প্রবাসের সাথী যারা তারাতো সকলেই পর” — কালজয়ী এই সত্য কথাটি উপলব্ধি করে ক্যালগেরির প্রবাসী বাঙালিরা মিলিত হয়েছিল এক ভিন্ন ধর্মী আডডায়। কর্ম ব্যস্ততাময় জীবন থেকে বেরিয়ে এসে ভিন্নধর্মী এই আড্ডা আর আলোচনায় উঠে আসে বাংলাদেশের আশির দশকের সময়কালের সংস্কৃতি থেকে বর্তমান কালের সংস্কৃতি। এছাড়াও সাম্প্রতিক সময়ে কানাডার আলোচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিচ্ছেদ।

শিক্ষণীয় আর সময়োপযোগী আড্ডায় উঠে আসে বিচিন্তা পত্রিকার সম্পাদক মিনার মাহমুদ এর জীবন এবং ট্রাজিক জীবনাবসান, সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা ,রবীন্দ্রনাথের শেষ চিঠি, রক্তকরবী, কাজী নজরুলের নার্গিস, জীবনানন্দের বনলতা সেন– আরো কত কি!

পৃথিবীতে প্রেমে পড়ার মতো এমন সুখ আর কি হতে পারে ?ভালবাসতে হলে যেমন কষ্ট পেতে হয় ,তেমনি কষ্টের মধ্যে থাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা —এ এক অন্যরকম অনুভূতি। সবাই কি ভালোবাসা পায়? আবার কেউ কেউ না পেয়েও সুখী হতে চায়। মানুষ ভালোবাসে তার ভালোবাসা থেকে কিন্তু কতক্ষণ, কতদিন? ফুলের সৌরভ আর জীবনের গৌরব কি সবসময় থেকে যায়? মানুষ সমুদ্রকে ভালবাসতে ভয় পেলেও নদীর অপরূপ সৌন্দর্যে সে সব ভুলে যায়? বন্ধুত্বের ভালোবাসায় কি সব ভোলা যায়? —বিশ্লেষণ ভিত্তিক প্রগতিশীলতা সবকিছুই প্রাধান্য পায় এই আড্ডায়।এছাড়াও আডডায় উঠে আসে– কর্মময় ব্যস্ততা জীবনে আমরাও মানুষ, আমাদেরও মন আছে।হৃদয় গভীরে শুধু দেখি, শোনা যায়, কিন্তু কিছুই থাকে না বলার।

ভালোবাসা হৃদয়ের আয়না– এই ধারণা কে বিশ্বাস করেই ক্যালগেরির প্রবাসী বাঙ্গালীদের বিভিন্ন সংগঠনের গুনীজনেরা মিলিত হয়েছিল এই আডডায় । বাড়তি যোগ হয়েছিল বাংলাদেশ থেকে আগত ব্যবস্থাপনা পেশাজীবী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ইফতেখারুল ইসলাম এবং অনন্যা প্রকাশনী’র মনিরুল হক।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৩ আগস্ট ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ