Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ প্রবীণ সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএফইউজের সাবেক সভাপ‌তি ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি এই শোক জানান।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এম শাহজাহান মিয়া ছিলেন একজন পেশাদার সাংবাদিক। গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন ও তথ্য উপস্থাপনের মাধ্যমে তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছেন। পাশাপাশি সাংবাদিক সংগঠনের নেতা হিসেবে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উৎকর্ষ সাধনে তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম এক কৃতী সাংবাদিককে হারালো।’

শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে রাজধানীর রামপুরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন এম শাহজাহান মিয়া।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৭ জুন ২০২৩ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ