Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ তারকা দম্পতি দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। অনস্ক্রিন ও অফস্ক্রিনে তাদের রসায়ন মন কেড়ে নিয়েছে দর্শকের। ২০১৩ সালে গোলিও কি রাসলীলা: রামলীলা ছবির শুটিংয়ের সময় তারা একে অপরের প্রেমে পড়েছিলেন। ছয় বছরেরও বেশি সময় তারা প্রেম করেন। অবশেষে ২০১৮ সালে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন দীপিকা ও রণবীর।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তারা একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। রণবীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা উইশ পোস্ট না করায় ওই জল্পনায় পড়ে সিলমোহর। এবার এ জল্পনার অবসান ঘটালেন রণবীর সিং।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে- দীপিকা রণবীরের জন্মদিনে কোনো বিশেষ শুভেচ্ছাবার্তা দেননি। যখন সেই প্রশ্নে তোলপাড় নেট দুনিয়া- ঠিক সেই সময়েই তাদের মোক্ষম জবাব দিলেন রণবীর। স্ত্রীর সঙ্গে আদুরে ছবি শেয়ার করে নিন্দুকদের জবাব দিলেন তিনি।জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন, সেই ছবির ক্যাপশনে তাদের ধন্যবাদও জালালেন রণবীর।

প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ১০ জুন ২০২৩ /এমএম

 


Array