Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  ::‌ বরেণ্য কবি বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী, একুশে পদক ও বাংলা একাডেমী সাহিত্য পদকসহ বহু পদক জয়ী কবি হঠাৎ অসুস্হ হয়ে পরলে মাইকেল গ‍্যারন হাসপাতালে ভর্তি করা হয়।কানাডার স্থানীয় সময় আজ ১৮ই জুন বিকেলে টরেন্টোর কমিউনিটির নেতৃবৃন্দ মাইকেল গ্যারন হাসপাতালে কবিকে দেখতে যান।

এ সময় উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ভিপি বাকসু ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, দপ্তর সম্পাদক খালেদ শামীম।

বাংলাদেশের সবার কাছে এই বরেণ্য কবি উনার সুস্হতার জন্য দোয়া চেয়েছেন। বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কবি আবার সুস্হ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দ্রোহের কবিতা আর ভালবাসার কবিতা শুনাবেন।কবি আসাদ চৌধুরী ও তাঁর পরিবার তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ১৯ জুন ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ