Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  প্রতি বছরের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস পালিত হয়। বিশেষ এই দিবস উপলক্ষে অনেকেই সামাজিক মাধ্যমে তাদের বাবার সঙ্গের নানা স্মৃতি শেয়ার করছেন, বাবাকে জানাচ্ছেন শ্রদ্ধা আর ভালোবাসা। বাদ যাচ্ছেন না শোবিজের তারকারাও।রবিবার ভোরে বিশ্ব বাবা দিবস উপলক্ষে একটি পোস্ট দিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনিও। তবে সেই পোস্টে নিজের বাবাকে শ্রদ্ধা বা ভালোবাসা জানানো নয়, বরং পাওয়া গেল সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের বাবা শরীফুর রাজকে পচানোর ইঙ্গিত।

যদিও পরীমনি তার পোস্টে কোথাও স্বামী রাজের নাম উল্লেখ করেননি। তবে তার পোস্ট দেখে নেটগেরিকদের দৃঢ় বিশ্বাস, রাজকে উদ্দেশ্য করেই পরীমনির ওই পোস্ট। সেখানে তিনি রাজকে ‘লুজার’ তকমাও দিয়েছেন।পরীমনি লিখেছেন, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না!’

নায়িকা আরও লিখেছেন, ‘অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার। মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা, ছেলের গলা ধইরা।’এই পোস্ট পড়ে অনেকে মন্তব্যের ঘরে লিখেছেন, নিজের পোস্টে রাজকেই পচিয়েছেন তার স্ত্রী পরীমনি। এমনকি সেখানে রাজের সহকর্মী নারী বন্ধুদের কটাক্ষ করে ‘ফেরেন্ডি’ বলতেও ছাড়েননি নায়িকা।

রবিবার বাবা দিবসে নিজের বাবার উদ্দেশ্যে কোনো পোস্ট দেননি অভিনেতা শরীফুল রাজ। নেটিজেনরা বলছেন, সেদিকে ইঙ্গিত করেই পরীমনি লিখেছেন যে, রাজ যেমন আজ তার বাবাকে নিয়ে কোনো স্মৃতি খুঁজে পাচ্ছে না, একদিন ছেলে রাজ্যরও তার বাবাকে নিয়ে কোনো স্মৃতি থাকবে না।’এর আগে শনিবার রাতে ছেলে রাজ্যের সঙ্গে একটা ভিডিও পোস্ট করেন পরীমনি। সেখানে দেখা যায়, পরীমনি বিছানায় গায়ে কাথা টেনে শুয়ে আছেন, আর ছেলে রাজ্য অনবরত তার হাত কামড়াচ্ছে। ছেলের এই কাণ্ডে খুশিতে হাসতে দেখা যায় নায়িকাকে।

প্রসঙ্গত, রাজ ও পরীমনির মধ্যে বর্তমানে দাম্পত্য কলহ চরমে। মাসখানেক আগে রাজ রাগ করে তার জিনিসপত্র নিয়ে পরীমনির বাসা ছেড়ে বেরিয়ে যান। এর কয়েকদিন পরই রাজের সঙ্গে তার সহকর্মী তিন অভিনেত্রীর ভিডিও ক্লিপ ফাঁস হয়। যেখানে তাদের অশ্লীল ভাষায় কথা বলতে এবং মাতলামি করতে দেখা যায়।এরপরই মূলত রাজ-পরীর দাম্পত্য কলহের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। ইতোমধ্যে দুই তারকাই পৃথকভাবে জানিয়ে দিয়েছেন, তারা আর একসঙ্গে সংসার করতে আগ্রহী নন। তবে ছেলে রাজ্যের সৌজন্যে মাঝেমধ্যেই তাদের একসঙ্গে দেখা যাবে।

২০২১ সালের ১৭ অক্টোবর মাত্র কয়েক দিনের পরিচয়ে রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। গত বছরের ১০ জানুয়ারি সেই খবর নায়িকা প্রকাশ করে ফেসবুকে। একইসঙ্গে জানান, তিনি মা হতে চলেছেন। এরপর গত ১৪ আগস্ট জন্ম হয় ছেলে রাজ্যের।

প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ১৮ জুন ২০২৩ /এমএম

 

 


Array