প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের বাবা সানাউর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিনগত রাত ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বাবার মৃত্যুর খবর তাহসানেই নিশ্চিত করেন। বলেন, ‘রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেয়ার প্রস্ততি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন।’
তাহসান আরও জানান, বাবার দাফনের বিষয়ে পরে জানানো হবে।ফেব্রুয়ারিতে একবার শারীরিক অবস্থার অবনতি হলে তাহসানের বাবাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউ রাখা হয়েছিল। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেয়া হয়। এবার হাসপাতালে নেয়ার আগেই চলে গেলেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ এপ্রিল ২০২৩ /এমএম





