প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে হাজার হাজার কাপড় ব্যবসায়ীর স্বপ্ন। চোখের সামনে তারা দেখেছেন তিল তিল করে গোড়া তোলা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দাউদাউ করে জ্বলা আগুনের লেলিহান শিখা।
এ ঘটনায় বঙ্গবাজার ও তার সঙ্গে লাগোয়া কয়েকটি মার্কেটের অধিকাংশ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিছু কিছু পোশাক রয়েছে যেগুলো সামান্য পুড়েছে, পানিতে ভিজেছে বা পোড়ার দাগ লেগেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এসব পোশাক উদ্ধার করে রাখছেন।
এসমস্ত কাপড় কিছুটা পরার উপযোগী থাকলেও বিক্রি করা দুঃসাধ্য ব্যবসায়ীদের জন্য। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে পোড়া কিন্তু পরার উপযোগী এমন পোশাকগুলো কিনেছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এসব কাপড় বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের ঈদপোশাক বা ত্রাণ হিসেবে বিতরণ করবে। পাশাপাশি বিক্রিত কাপড়ের টাকা দিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন।
তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের কাছ থেকে এসব কাপড় সংগ্রহ করছেন সমাজের বিভিন্ন শ্রেণির লোকজন। এবার তাদের তালিকায় যুক্ত হলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে দেওয়া এক পোস্টে বিদ্যানন্দ বিষয়টি জানিয়েছে। ‘লুঙ্গির দাম এক লাখ টাকা!’- শিরোনামে ওই পোস্টে বিদ্যানন্দ জানায়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে।
পোস্টে বিদ্যানন্দ আরও জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে। লাখ টাকা দিয়ে তাহসানের একটি পোড়া লুঙ্গি কেনার ঘটনা সেই সচেতনতারই অংশ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ এপ্রিল ২০২৩ /এমএম





