প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোনার গহনা, নগদ টাকাসহ বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর।রবিবার দুপুর ২টার দিকে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন মনিরা মিঠু নিজেই।
অভিনেত্রী লিখেছেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল, আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস গহনা, টাকা সব চুরি হয়ে গেছে। মেরুদণ্ড তো আমার একটাই, আল্লাহতায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন, আবার সব গড়ব, ইনশাআল্লাহ। আল্লাহ আমার উপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’
বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মনিরা মিঠু। পাশাপাশি বড় পর্দায়ও বিচরণ রয়েছে তার। চরিত্রাভিনেত্রী হিসেবে দর্শক ও নির্মাতাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ তিনি।মনিরা মিঠুকে অভিনয়ে এনেছিলেন প্রয়াত কিংবদন্তি নির্মাতা ও কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার আরও একটি পরিচয়, তিনি প্রয়াত নামকরা অভিনেতা চ্যালেঞ্জারের ছোট বোন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ এপ্রিল ২০২৩ /এমএম





