Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ কানাডার ক্যালগেরির ফাহাদ রেস্টুরেন্টে আলবার্টা সরকারের বিরোধী দল এনডিপি এর সৌজন্যে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় বিরোধী দলের নেতা রিচাড নেটলি উপস্থিত ছিলেন।

ইফতার পার্টিতে বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। এছাড়াও আসন্ন আলবার্টার প্রাদেশিক নির্বাচন নিয়ে এনডিপি’র নেতা-কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করেন।

ইফতার পার্টিতে প্রধান বিরোধী দল এনডিপি’র সভাপতি রিচাড নেটলি বলেন, রমজান মাসের ইফতার পার্টিতে সবাই একসাথে হতে পেরে খুবই ভালো লাগছে। এছাড়াও তিনি তাঁর নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।উল্লেখ্য ইফতার পার্টিতে বিভিন্ন কমিউনিটির কমিউনিটি ব্যক্তিত্ব এবং এনডিপি’র সদ্স্যরা উপস্থিত ছিলেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ এপ্রিল ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ