Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ গরম এসেছে মানে ডিপ ফ্রিজের কাজ বেড়েছে। আর ডিপ ফ্রিজের কাজ বাড়া মানে বরফ জমা। যদি আপনার ফ্রিজে বরফ না জমার টেকনোলজি থাকে তাহলে তো আর চিন্তা নেই। কিন্তু অনেকেরই কদিন পরপর বরফ খুঁচিয়ে খুঁচিয়ে তুলে নিতে হয়। এ কাজটি কষ্টসাধ্য এবং ফ্রিজেরও ক্ষতি করে। বরফ তো আর জমিয়ে রাখা যাবে না। মাছ, মাংসের রক্ত মিশে বরফ জমলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। কিন্তু আসলেই কি এমন কিছু করার প্রয়োজন আছে? না।

একটি বোতলে কুসুম গরম পানি ভরে নিন। বোতলের মুখে একটি স্প্রেয়ার রাখুন। তার আগে ফ্রিজের প্লাগ খুলে রাখুন। ফ্রিজের ভেতর তাপমাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হলে বরফও আস্তে আস্তে গলতে শুরু করবে। কুসুম গরম পানি বরফের ওপর স্প্রে করে দিন। এবার বাসার ফ্যান ছেড়ে দিন। বরফের চাঙর নিজে নিজেই আলাদা হয়ে যাবে। ফ্রিজের ভেতরে ও বাইরে পলিথিন রাখুন যেন বরফ পড়তে পারে।

ফ্রিজ পরিষ্কার করার পালা এবার

বরফ সরানোর পর আপনাকে ফ্রিজ পরিষ্কার করতে হবে। সেজন্য পানি, ভিনেগার ও ডিস ওয়াশ সোপ মিশিয়ে নিন। ভেতরের অংশে সামান্য একটু স্প্রে করে নিন এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। ব্যাস, আপনার ডিপের স্বাস্থ্যকর পরিবেশ আবার ফিরে আসবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ মার্চ ২০২৩ /এমএম