বাংলানিউজসিএ ডেস্ক ::
ডাকে ওরা
জান্নাতা নিঝুম শিল্পী
মাগো
গভীর রাতে একলা ঘরে, আমায় ডাকে কে
হঠাৎ দেখি মেঘ মেয়েরা উড়ে এসেছে!
জাপটে ধরে আমায় টানে, পড়ছি তখন বই,
কেমন করে মাগো আমি একলা ঘরে রই?
ওরা
রাতের কালো জড়িয়ে গায়ে, পালিয়ে গেল বুঝি
বই ফেলে বেশ! হন্যে হয়ে ওদের তখন খুঁজি।
খেলার ছলে ওদের সাথে করব রে হইচই!
কেমন করে মাগো আমি একলা ঘরে রই?
আমি
জালানাটা আলগা করে ঝিঁঝিঁরই গান শুনি,
মেঘের দিকে দু-চোখ মেলে বৃষ্টিফোঁটা গুনি।
অভিমানের রূপকথা মা, কার কাছে আজ কই?
কেমন করে মাগো আমি একলা ঘরে রই?
যখন
মেঘের ছায়ায় শান্ত থাকে, দিঘির জলের রানী
মন উচাটন শুনতে থাকি, ঢেউয়ের কানাকানি।
একলা সময় ভাল্লাগে না হবো ওদের সই,
কেমন করে মাগো আমি একলা ঘরে রই?
বানে ভাসা জীবন
ফয়েজ হাবীব
বানের পানি টানের পানি
বিলের পানি ঝিলের পানি
এত পানি হায়
চরে পানি ঘরে পানি
বুকে পানি মুখে পানি
জীবন চলা দায়।
জেলায় জেলায় ভেলায় ভেলায়
মানুষ ভাসে ঊর্ধ্বশ্বাসে
নেই তো পেটে ভাত
সকাল গড়ায় বিকেল গড়ায়
রাতও আসে ওদের ধরায়
খিদের চোটে কাত।
পানিবন্দি মানুষ বাঁচে
চলাফেরায় কষ্টে আছে
তুমি আমি কই
চলো দাঁড়াই ওদের পাশে
জনজীবন বানে ভাসে
সেবায় সাথী হই।
এলেবেলে
তুফান মাজহার খান
শুক্রবারের বিশেষ পাতা
নামটি এলেবেলে,
মানবকণ্ঠে পড়ে শিশু
মেয়ে কিবা ছেলে।
ছন্দ, ছড়া, গল্প, ছবি
বাদ যায় না তো কিছু,
পৃষ্ঠাভরে ছাপায় এসব
উপর থেকে নিচু।
ছড়া পড়ে খুকি হাসে
খোকা পড়ে গল্প,
ছবি এঁকে পাঠাবে কী
রোপণ করে কল্প।
সবমিলিয়ে এলেবেলে
এখন অনেক সেরা,
চোখের সামনে গল্প, ছবির
সাজে এক অপেরা।
ইচ্ছে করে
জান্নাতুল রিকসনা
ইচ্ছে করে হঠাৎ করে
হারাই কোনো বনে,
মনটা খুলে কথা বলি
গাছগাছালির সনে।
ডুব সাঁতারে তলিয়ে যাই
নীল সাগরের জলে।
চুপটি করে কাটিয়ে দিই,
অতল গহীন তলে।
ইচ্ছে করে মিশে যেতে
অন্ধকারের বুকে,
নিজে নিজে কষ্ট পেয়ে
নিজের কপাল ঠুকে।
মিষ্টি পাখির গান
আরিফুল ইসলাম সাকিব
গাছের ডালে পাখির গলায়
মিষ্টি মধুর গান,
মুগ্ধ হয়ে শ্রবণ করি
যায় জুড়িয়ে প্রাণ।
মুগ্ধ করা ঐ কোকিলের
কুহুকুহু সুরে,
ছন্দেছন্দে মন ভরে মম
যাচ্ছি বহুদূরে।
কিচিরমিচির ডাকা-ডাকি
রোজ সকালে শুনি,
মিষ্টি পাখির গানের সুরে
বাংলা ভোরের ধ্বনি।
বাংলানিউজসিএ/ঢাকা / ১১ আগস্ট ২০১৯/ এমএম