Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ গেল কয়েকদিন ধরে চিত্রনায়িকা পরীমনি তার স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে ফেসবুকে একের পর এক পোস্ট করে তাকে কাঠগড়ায় দাঁড় করালেও এ বিষয়ে চুপ ছিলেন রাজ। সবশেষ পোস্টে পরীমণি বলেছেন, রাজ এখন আমার প্রাক্তন। রাজকে আমি ছুটি দিলাম। তবে এসব বিষয়ে এবার মুখ খুললেন রাজও। বললেন, ‘পরীর যা ইচ্ছা করুক, আমি একটু একা থাকতে চাই।

রাজ বলেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর পরীর এসব আমি আটকাতে বা থামাতেও চাই না। পরীর সব করার, বলার অধিকার আছে। পরী যা করছে বা তার মন যা চায় করুক। হয়তো তার সে অধিকার আছে।’ দাম্পত্য জীবনে টানপোড়েন নিয়ে পরীমনির আনা অভিযোগের ভিত্তিতে সংবাদমাধ্যমে এভাবেই বললেন তার স্বামী শরিফুল রাজ।

বছরের প্রথম দিনই ফেসবুকে রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার গুরুতর অভিযোগ নিয়ে প্রশ্ন করলে রাজ এড়িয়ে যান। বলেন, ‘আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।’ তবে এবিষয়ে চুপ থাকলেও তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটি স্পষ্ট করেছেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, আর হবে না।’

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে ফেসবুকে রক্তমাখা বিছানা ও বালিশের ছবি পোষ্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন পরীমনি। এ প্রসঙ্গে রাজ বলেন ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।’এর আগে পরীমণি যখন নানা অভিযোগ তুলে বিয়েবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন, তখন ফেসবুকে ছেলের ছবি দিয়ে ছেলের জন্য শুভ কামনা জানিয়েছেন শরিফুল রাজ।

রাজ লিখেছেন, ‘প্রিয় পুত্র আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়টাও দুর্দান্ত কাটুক তোমার। আগামী বছরগুলোতে তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন! তুমি কখনই তোমার প্রতি আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না— হ্যাপি নিউ ইয়ার।’এর আগে রাজ-পরীর সাংসারিক সংকট নিয়ে নানা তথ্য সামনে এলেও বিয়েবিচ্ছেদ নিয়ে তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ জানুয়ারি ২০২৩ /এমএম

 


Array