Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  ::‌  কানাডায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‌‘বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে’। দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন।দিনটির আগে থেকেই বিভিন্ন অফিসে ও বাসা-বাড়িতে শুরু হয় পার্টি। ইতিমধ্যেই আলোক সজ্জায় সজ্জিত হয়েছে অফিস আদালত।

প্রচন্ড বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বড়দিনের উপহার সামগ্রীর কেনাকাটায় বিভিন্ন মলে রয়েছে ভীড়।গতবছরের তুলনায় এ বছর বেশি বেশি ভিড় দেখা গেছে।পরিবহন গুলিতেও লেখা হয়েছে “হ্যাপি হলিডে” আর মেরি ক্রিসমাস।

অন্যদিকে বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ক্রিসমাসের শুভেচ্ছা দিয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে “মেরি ক্রিসমাস” সম্বলিত শুভেচ্ছা জানাচ্ছেন।খ্রিস্টান ধর্মাবলম্বীদের পারিনা জ্যাকব বলেন-নশ্বর এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না।

হিংসা, লোভ-লালসা থেকে ঈশ্বর আমাদের দূর রেখে সকলের মাঝে সুখ শান্তি দান করবেন, ক্রিসমাস ইভ এ ঈশ্বরের কাছে, এ বছর এটাই আমাদের প্রার্থনা।খ্রিস্টান ধর্মাবলম্বীদের এ্যনথনি জ্যাকব বলেন-সমগ্র বিশ্ববাসীর সুখ শান্তি কামনা করে এ বছর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব।

বড়দিন মানে নতুন চেতনা ও মুক্তির কথা। সংগ্রামশীল পৃথিবীতে আমরা যেন ভালো থাকি এটাই আমাদের প্রার্থনা।উল্লেখ্য করোনা মহামারীর প্রকোপ না থাকায় এ বছর কানাডাতে বেশ জাকজমকপূর্ণ ভাবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত হচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ডিসেম্বর ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ