Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  লুকিয়ে-চুরিয়ে নয়, সবার সামনেই নিজের ভালোবাসার কথা জানালেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জী। না, তিনি নির্মাতার স্ত্রী বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা নন। বউ ছাড়াও সৃজিতের জীবনে আরও একজন রয়েছেন। তাকে সঙ্গে নিয়ে হাসি মুখে ছবি তুললেন ‘এক্স=প্রেম’ পরিচালক।যদিও সেই তৃতীয়জনের প্রতি সৃজিতের ভালোবাসা আজকের নয়। রুপালি পর্দায় তাকে সঙ্গে নিয়ে একের পর এক ম্যাজিক দেখিয়েছেন নির্মাতা। তিনি আর কেউ নন, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

‘শাহজাহান রিজেন্সি’, ‘ভিঞ্চি দা’, ‘দ্বিতীয় পুরুষ’, থেকে ‘গুমনামী’- একের পর ছবিতে সৃজিত-অনির্বাণ যুগলবন্দি দর্শকদের নজর কেড়েছে। পেশাদার ‘গাঁটছড়া’টা বেশ মজুবত দুজনের। পাশাপাশি বাস্তবজীবনেও একে অপরের ঘনিষ্ঠ বন্ধু সৃজিত-অনির্বাণ।সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির ছিলেন সৃজিত-মিথিলা, পৌঁছেছিলেন অনির্বাণ। সুযোগ পেয়ে একফ্রেমে বন্দি হলেন তিনজন। সেই ছবি ফেসবুকে শেয়ার করে সৃজিত লেখেন, ‘পতি,পত্নী অউর ওহ’। মশকরা করেই যে এমনটা লিখেছেন সৃজিত, তা বলার অপেক্ষা রাখে না।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ ডিসেম্বর ২০২২ /এমএম

 


Array