প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এ মুহূর্তে ইউরোপে অবস্থান করছেন জনপ্রিয় সংগতিশিল্পী তাহসান খান। ১৬ ডিসেম্বর নেদারল্যান্ডের আমস্টারডামে একটি কনসার্টে অংশ নিয়েছেন তিনি।এবার তিনি জার্মানির ফ্রাঙ্কফুটের শ্রোতাদের গান শোনাবেন। বর্তমানে এ সংগীতশিল্পী জার্মানিতে তার ব্যান্ড ‘তাহসান অ্যান্ড ফ্রেন্ডস’ নিয়ে অবস্থান করছেন। ২৩ ডিসেম্বর সেখানকার শো শেষ করে ২৬ ডিসেম্বর ক্যাসিনো ডি প্যারিসে আরও একটি কনসার্টে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
ইউরোপ ভ্রমণে যাওয়ার আগে তাহসান জানিয়েছেন, ‘টানা কয়েকটি শো করার জন্য এবারের ইউরোপ শিডিউল ঠিক করেছি। আশা করছি সেখানকার দর্শক শ্রোতাদের সঙ্গে দারুণ সময় কাটবে।’ এদিকে অডিও গানেও রয়েছে তার ব্যস্ততা। চলতি বছরের ৩১ অক্টোবর প্রকাশ হয়েছে তাহসানের নতুন গান ‘সেই তুমি কে’।
গানটির কথা লেখার পাশাপাশি সাজিদ সরকারের সঙ্গে যৌথভাবে সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ। গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। অন্যদিকে তাহসান খান অভিনয়কে বিদায় জানিয়ে আবারও নতুন গান প্রকাশে মনোযোগী হবেন বলে জানান। পাশাপাশি স্টেজ শো’ও করবেন নিয়মিত।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ ডিসেম্বর ২০২২ /এমএম





