Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে (তৃতীয় তলা) এই অনুষ্ঠান হবে।এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম এম খায়রুজ্জামান লিটন। এ ছাড়া দেশের বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।

গল্প-উপন্যাস, প্রবন্ধ-গবেষণা, কবিতা, ভ্রমণ-বিজ্ঞান, অনুবাদ ও শিশুসাহিত্য ক্যাটাগরিতে ৪৩ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। অন্য অংশগ্রহণকারীদের জন্য থাকছে ক্রেস্ট-সম্মাননা স্মারক।সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক কবীর আলমগীর বলেন, ‘ঢাকা সাব-এডিটরস কাউন্সিল প্রথম এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এই অনুষ্ঠান সফল করতে সদস্যদের অংশগ্রহণ ও সহযোগিতা আশা করছি।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ ডিসেম্বর ২০২২ /এমএম