প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের অভ্যর্থনা উপ-কমিটির সভায় তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন হবে আগামী ২৮ ডিসেম্বর। ওরা সমালোচনা করুক, আমরা কাজ করে তার জবাব দেবো।এর আগে মেট্রোরেলের লাইন-৬ উদ্বোধনের প্রস্তুতি সোমবার সরেজমিনে সাংবাদিকদের দেখান এ প্রকল্পে অর্থায়নকারী ও নির্মাতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
এ সময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন জেনারেল কনসালটেন্ট প্রতিষ্ঠান নিপ্পন কোয়েই-এর প্রতিনিধি ফুজিতোমি তাকায়ুকি, প্রকল্পের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সিস্টেমস নির্মাতা প্রতিষ্ঠান মারুবেনির প্রতিনিধি রাসোনো তেতসুয়া ও ট্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান কাওয়াসাকির প্রতিনিধি মিয়ামোতি হিদিয়াতি।এ সময় জানানো হয়, মেট্রোরেল উদ্বোধনের জন্য ৮০-৯০ ভাগ প্রস্তুতি শেষে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে চলতি মাসের শেষদিকে এটি উদ্বোধন করা হবে।
মেট্রোরেল ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। আপাতত যে অংশ চালু হচ্ছে-উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের স্টেশন হবে নয়টি। এতে ভাড়া পড়বে প্রতি কিলোমিটার ৫ টাকা, সর্বনিম্ন ২০ টাকা। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটারে মেট্রোরেল সময় নেবে ২০ মিনিট। পূর্ণমাত্রায় চালু হলে এই সময় কমে আসবে ১৬-১৭ মিনিটে।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, উদ্বোধনের সময় ঘোষণার পর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। প্রথমদিকে শুধু স্টেশনের কাউন্টার থেকে এমআরটি পাশ ইস্যু করা হবে এবং সেটা রিচার্জ করা যাবে।এছাড়া স্টেশনের কাউন্টার কিংবা টিকিট বিক্রয় মেশিন থেকে নির্দিষ্ট যাত্রার টিকিট (সিঙ্গেল জার্নি টিকিট) কেনা যাবে। পরবর্তী সময়ে মোবাইল ব্যাংকিং সার্ভিস দিয়েও এমআরটি পাশের টাকা রিচার্জ করা সম্ভব হবে।মেট্রোরেলের বিষয়ে জনসাধারণকে ধারণা দিতে দিয়াবাড়ীর মেট্রোরেল ডিপোতে স্থাপন করা হয়েছে মেট্রোরেল এক্সিবিশন ইনফরমেশন সেন্টার (এমইআইসি)।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ ডিসেম্বর ২০২২ /এমএম





