Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  জাতীয় পরিচয়পত্র তথা এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে। বুধবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।পরিপত্রে বলা হয়, দেশে ও বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে এনআইডিতে দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করতে হবে। অর্থাৎ এনআইডিতে প্রদত্ত নাম, মা, বাবার নাম, বয়স ইত্যাদি বিবেচনায় নিতে হবে।

এছাড়া প্রয়োজনে জেএসসি-জেডিসি-এসএসসি-দাখিল-কারিগরি-উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যেকোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।এতে আরো বলা হয়েছে, পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক দাখিল করতে হবে আবেদনকারীকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ ডিসেম্বর ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ