Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ শীত এসে গেছে। এই সময় বাড়িঘরে নানাভাবে আগুন লেগে যেতে পারে। আর একবার আগুন লেগে গেলে তা দ্রুত ছড়িয়েও পড়তে পারে। যদি পরিস্থিতি বেশ খারাপ হয় তবে ফায়ার সার্ভিসের সাহায্য নিতেই হবে। তবে আগুন লাগার পর আমরা কিছু ভুল কাজ করে থাকি যারফলে বড় ক্ষতি হতে পারে। কি সেই ভুল? একবার দেখে নিন।

জানালা ভেঙে ফেলা

আগুন লেগে গেলেই অনেকে জানালা বা দরজা খুলে ফেলেন। অনেকে জানালা ভেঙে দেন যাতে নিঃশ্বাস নিতে সুবিধা হয়। এমনটা করা উচিত না। বাতাসের অক্সিজেন আগুন আরও উসকে দিতে পারে। দ্রুত ফায়ার সার্ভিসকে কল দিয়ে নিরাপদ স্থানে চলে আসুন।

জিনিসপত্রের মায়া

আগুন লাগলে সেই জায়গা দ্রুত ত্যাগ করতে হবে। অনেকে জিনিসপত্রের মায়ায় ফিরে আসেন। তাড়াহুড়ো করে আসবাব বাঁচানোর চেষ্টা করেন। এমন ঝুঁকিপূর্ণ কাজ ভুলেও করবেন না।

লুকিয়ে থাকা

আগুন থেকে বাঁচার জন্য এমন জায়গায় থাকবেন না যেখানে কাউকে খুঁজে পাওয়া কঠিন। কারণ ফায়ার সার্ভিসের লোকের পক্ষে আপনায় খুঁজে বের করা কঠিন হয়ে যেতে পারে।

লিফটে উঠবেন না

অনেকে ভাবেন আগুন লাগার পর দ্রুত বের হতে লিফট ব্যবহার করা ভাল। মোটেও নয়। আগুন লাগলে বৈদ্যুতিক শটসার্কিট হতে পারে যার ফলে আপনি লিফটে আটকা পড়তে

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ নভেম্বর ২০২২ /এমএম