প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: স্মার্ট হোম শব্দটি এখন আর বিলাসি ভাবনা নয়। জীবন সহজ ও গতিশীল করার ক্ষেত্রে স্মার্ট হোম সেটআপের বিকল্প নেই। তবে এখনও অনেকে এ বিষয়ে পুরোপুরি সতর্ক নন। তারা হয়তো বুঝে উঠতে পারেন না কেন প্রয়োজন স্মার্ট হোম সেটাপ।
আসলে স্মার্ট হোম সেটাপ কি
অনেকে মনে করেন স্মার্ট হোম সেটাপ মানে বাসা বা বাড়ির বিভিন্ন যন্ত্র মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। অন্তত বিজ্ঞাপন আমাদের তাই বলে। কিন্তু আসলেই কি তাই? অবশ্যই নয়। স্মার্ট হোম সেটাপ আমাদের জীবনকে আরও সহজ করে তোলে। এর জন্য আপনাকে সবসময় স্মার্টফোন ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। উদাহরণ হিসেবে বলা যাক, অনেক হাসপাতালে দেখবেন সিড়ি দিয়ে ওঠার সময় স্বয়ংক্রিয়ভাবে বাতি জ্বলে উঠছে। আপনি একে ভুতুড়ে ভাবতেই পারেন অথবা মুগ্ধ হতে পারেন। এরকম হলে তো আপনার বাড়িতেও আপনি এমন বাতি জ্বালাতেই পারেন। বাতিটি জ্বালাতে আপনাকে এগিয়ে যেতে হচ্ছে না। বিদ্যুৎও সাশ্রয় হচ্ছে।
বাড়িতে ব্যবহারে সমস্যা কোথায়?
স্মার্ট হোম সেটাপকে অনেকেই খরুচে ব্যাপার ভেবে বসেন। কিন্তু সাধারণট স্মার্ট হোম সেটাপে বেশি টাকার প্রয়োজন নেই। স্মার্ট হোম সেটাপের মাধ্যমে আপনি বিদ্যুৎ ও জ্বালানি সহজেই সাশ্রয় করতে পারবেন। ঝামেলা থেকেই মুক্ত হবেন অনেকাংশে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ নভেম্বর ২০২২ /এমএম