Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তিন মাস ধরে কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তার দ্বিতীয় ক্যানসারের চিকিৎসা চলছিল। তারই মাঝে গত ১ নভেম্বর করেন ব্রেন স্ট্রোক। করা হয় অপারেশনও।কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় ঐন্দ্রিলাকে আইসিইউতে রাখা হয়। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সংকট কাটেনি। তারই মাঝে শনিবার রাতে তার পর পর ১০ বার হার্ট অ্যাটাক হয়। সেই ধকল আর কাটিয়ে উঠতে পারলেন না। শেষ পর্যন্ত লড়াইটা হেরেই গেলেন।

রবিবার দুপুরে ঐন্দ্রিলাকে মৃত ঘোষণা করেছেন হাওড়ার সেই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তারা এদিন সকালেই জানিয়েছিলেন, অভিনেত্রীর অবস্থা খুবই সংকটজনক। তিনি নড়াচড়া করছেন না। কয়েক ঘণ্টা না যেতে চিকিৎসকরা জানালেন মৃত্যু সংবাদ।২০১৫ সালে একবার ক্যানসার থাবা বসিয়েছিল ঐন্দ্রিলার শরীরে। সে সময় দীর্ঘ চিকিৎসার পর অভিনেত্রী সুস্থ হয়েছিলেন। গত বছর দ্বিতীয়বারের মতো ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এবারও কেমোথেরাপি করিয়ে সুস্থ হয়ে উঠছিলেন।

কিন্তু ক্যানসারের চিকিৎসার মাঝেই গত ১ নভেম্বর আচমকা তার ব্রেন স্ট্রোক হয়। সেখানেও লড়েছিলেন জান দিয়ে। তবে লড়াইটা তার আর জেতা হলো না।‘ঝুমুর’ সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন ঐন্দ্রিলা। এছাড়া ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’ সিরিয়ালগুলোতে তাকে দেখা গেছে। ওটিটি প্ল্যাটফর্মেও বেশ কিছু কাজ করেছেন। তবে আর তাকে দেখা যাবে না টিভির পর্দায়। ঐন্দ্রিলার মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২০ নভেম্বর ২০২২ /এমএম