Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার দ্বিতীয় সংসারও নাকি ভাঙতে চলেছে। কয়েকদিন ধরে এমনই কানাঘুষা শোনা যাচ্ছে। সম্প্রতি মিথিলা ও তার দ্বিতীয় স্বামী সৃজিত মুখার্জীর আলাদা দুটি হেঁয়ালি ভরা পোস্টের কারণেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ওই পোস্ট দুটি দেখার পর অনেকের মনেই সন্দেহ দানা বাঁধতে থাকে, তাহলে কি সৃজিত-মিথিলার সম্পর্কে কোনো গোলযোগ ঘটেছে? কয়েকদিন নানা কানাঘুষার পর বিয়ে ভাঙার নেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মিথিলা। অভিনেত্রী বলেন, ‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন।’কিন্তু ঠিক কী পোস্ট করেছিলেন মিথিলা আর সৃজিত? যে কারণে তাদের বিয়ে ভাঙার গুজব ছড়িয়ে পড়ে।

গত শনিবার টুইটারে জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করেন পরিচালক সৃজিত মুখার্জী। সঙ্গে পোস্ট করেন একটি ছবি। সৈকতে ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। যতদূর চোখ যায়, ছবি জুড়ে শুধুই জলরাশি।

সৃজিতের ছবির ক্যাপশনে যে গানের লাইন লেখা, তার মর্মার্থ, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে…একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’অর্থ দেখেই বোঝা যাচ্ছে, এই গান বিচ্ছেদের, এই গান দুঃখের। এরপর অনেকের মনেই প্রশ্ন জাগে, হঠাৎ এই গানের লাইন কেন পোস্ট করলেন ওপার বাংলার পরিচালক?

শনিবার প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী মিথিলা। ক্যাপশনে নায়িকা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?’

প্রায় একই সময়ে এই দুই বিচ্ছেদের পোস্ট ঘিরে তৈরি হয় বিয়ে ভাঙার জল্পনা। যদিও তাদের মধ্যে বিয়ে ভাঙার মতো এমন কিছুই ঘটেনি, এ কথা সাফ জানিয়ে দিয়েছেন মিথিলা। সঙ্গে এ কথাও জানিয়ে দিলেন, এসব গুঞ্জন নিয়ে চিন্তা ভাবনা করার সময় তার হাতে নেই।

এদিকে সম্প্রতি মিথিলার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায়, মেয়েকে আইরাকে নিয়ে ব্যাংকক ঘুরে ফের নিজের কাজের জায়গা তানজানিয়ায় ফিরেছেন। আর সৃজিত মুখার্জী এই মুহূর্তে ছবির শুটিংয়ে কেরালায় রয়েছেন।দুদিন আগেই মিথিলা ও মেয়ে আইরার সঙ্গে একটি পারিবারিক পোস্টের ট্যাগ নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করেছেন সৃজিত। যে ছবির ক্যাপশান ছিল ‘ফ্যামিলি টাইম উইথ মিথিলা এবং আইরা, মিসড ইউ সৃজিত মুখার্জি।’

এই পোস্টগুলো থেকেই বোঝা যায়, সৃজিত-মিথিলার মধ্যে বিয়ে ভাঙার মতো কোনো ঘটনা ঘটেনি। সবই গুজব। এর আগে কলকাতার এক পরিচালকের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ছড়ায়, সেই গুঞ্জন নাকচ করে দেন ওই পরিচালকই। যদিও মিথিলা এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ নভেম্বর ২০২২ /এমএম