Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ দেশের তুমুল জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। তরুণ প্রজন্মের ক্রেজ তিনি। এপার-ওপার দুই বাংলাতেই তাহসানের প্রচুর অনুরাগী। সেই অনুরাগীদের দিলেন দুঃসংবাদ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাহসান জানান, গান চালু রাখলেও অভিনয় থেকে বিরতিতে যাবেন তিনি।

কিন্তু কেন বিরতি নিচ্ছেন এই গায়ক-অভিনেতা? সে কথাও খোলামেলা জানিয়েছেন তিনি। তাহসানের কথায়, ‘বয়সের সঙ্গে মানুষের মান ও চাহিদায় পরিবর্তন আসে। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাই আমি মনে করি, আমার বয়স অনুযায়ী এখন অভিনয় থেকে বিরতি নেওয়া উচিত।’তাহসান এও জানান, সংগীত তার কাছে ভালো লাগা ও ভালোবাসার জায়গা। দীর্ঘদিন ধরে তিনি সংগীতে অনিয়মিত। তাই অভিনয় থেকে বিরতি নিয়ে এখন থেকে তিনি সংগীতে নিয়মিত হতে চাচ্ছেন।

কিন্তু কতদিনের বিরতি চান তাহসান। অভিনেতা বলেন, ‘প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করা উচিত। একসঙ্গে একাধিক কাজ করলে কখনো কখনো তা সুন্দর হয় না। তাই একাধিক কাজ একসঙ্গে করতে চাই না। তাছাড়া অভিনয়ের এই বিরতি দুই-তিন বছর বা কিছুটা বেশি সময়ের জন্য হতে পারে।’গান গাওয়ার পাশাপাশি বহু বছর ধরে অভিনয়ও করছেন তাহসান। অসংখ্য টিভি নাটক ও টেলিফিল্মে দেখা গেছে তাকে। পাশাপাশি দেখা গেছে উপস্থাপনায়। কাজ করেছেন বিজ্ঞাপনেও। এছাড়া অভিনয় করেছেন ‘যদি একদিন’ ও ‘নো ল্যান্ডস ম্যান’ নামে দুটি সিনেমাতেও।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ নভেম্বর ২০২২ /এমএম

 


Array