প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কথাসাহিত্য কেন্দ্রের উদ্যোগে গল্পপাঠ ও এক মনোজ্ঞ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) পাঠাগারে এ আয়োজন করা হয়।শক্তিমান কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর স্মরণে এবারের আড্ডার মূল আলোচ্য গল্প ছিল সৈয়দ ওয়ালীউল্লাহর প্রবাদপ্রতিম ছোটগল্প ‘নয়নচারা’। গত ১০ অক্টোবর ছিল এই কৃতী লেখকের ৫১তম মৃত্যু বার্ষিকী।
কেন্দ্রের সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক ইউসুফ শরীফের সভাপতিত্বে আড্ডায় আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক হুমায়ন হাসান, ড. মোহাম্মদ তাজুদ্দিন আহম্মেদ, রুহুল গনি জ্যোতি, জামালউদ্দিন জামাল, মুহাম্মদ আবদুল বাতেন, সালেহ মাহমুদ ও মাহমুদা আকতার।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ নভেম্বর ২০২২ /এমএম