Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট চাটগাঁইয়া মেজবান। রোববার (৩০ অক্টোবর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ধুমধাম করে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।স্কারবোরো জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের প্রায় আড়াই হাজার প্রবাসী বাঙালি আনন্দভোজ উপভোগ করেন।চট্টগ্রাম সমিতির সভাপতি ইলিয়াস মিয়া এবং সাধারণ সস্পাদক মঞ্জুর চৌধুরী জানান, আগামীতে ৫ হাজার মানুষের আয়োজন করা হবে। কোভিডের কারণে বিগত দুই বছর এই আয়োজন স্থগিত ছিল।

বিপুল জনপ্রিয় চট্টগ্রামের এই মেজবান এখন প্রবাসেও ছড়িয়ে পড়েছে। গত ১২ অক্টোবর লন্ডনেও গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন চতুর্থ মেজবান আয়োজন করে।অনুষ্ঠানের আড্ডা-আলোচনার এক ফাঁকে সাংবাদিক মাহবুব ওসমানী জানান, আগামী ১৭ ডিসেম্বর গ্রেটার বরিশাল সমিতি টরন্টোতে আয়োজন করবে পিঠা উৎসব।ঐতিহ্যবাহী মেজবানি দাওয়াতে অন্টারিও পার্লামেন্টের সদস্য ডলি বেগমসহ কমিউনিটির বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ নভেম্বর ২০২২ /এমএম