Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানীয় একটি অস্থায়ী পূজামণ্ডপে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব।সোমবার (২৪শে অক্টোবর) স্থানীয় সময়ে এ উৎসব পালিত হয়।এ উপলক্ষে পদাবলি, পালাকীর্তন, শ্যামা সংগীত এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন দূরদূরান্ত থেকে ভক্তকূল পূর্ণতা লাভের আশায় এ উৎসবে অংশগ্রহণ করেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শুশীল বণিক বলেন, দীর্ঘ ৪ বছর যাবত আমরা একই স্থানে শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের আয়োজন করে আসছি।

কিন্তু কোভিড ১৯ এর বাধ্যবাধকতা থাকায় গত দুই বছর সেভাবে বড় পরিসরে আয়োজন করতে পারিনি। তবে এবার কোভিড ১৯ এর নিষেধাজ্ঞা না থাকায় বড় পরিসরে আয়োজন করতে পেরে আমরা ভীষণ খুশি।বিকাল চারটা থেকে মধ্যরাত পর্যন্ত পূজা উৎসবে ভক্তদের দীর্ঘ ভিড় লক্ষ্য করা যায়। কীর্তন ও শ্যামা সংগীত পরিবেশন করেন শিল্পী কার্তিক চন্দ্র দাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিংকু রায়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ অক্টোবর ২০২২ /এমএম