Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ভ্যানগগের বিখ্যাত চিত্রকর্ম সানফ্লাওয়ারের ওপর টমেটো স্যুপ ছিটিয়ে প্রতিবাদ জানিয়েছে জলবায়ু আন্দোলনকর্মীরা। লন্ডনে ন্যাশনাল গ্যালারিতে শুক্রবার (১৩ অক্টোবর) এ ঘটনা ঘটে।মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এটি জানিয়েছে ।এ ঘটনার কয়েকটি ছবি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এতে দেখা যায়, দুই তরুণী দুটি স্যুপের কৌটা খুলে চিত্রকর্মটির ওপর কৌটার ভেতরের জিনিস ছুড়ে দিচ্ছে। এরপর তারা নিজেদের হাতে আঠা মাখিয়ে দেয়ালের সঙ্গে আটকে দেয়।

এক বিবৃতিতে গ্যালারি কর্তৃপক্ষ জানায়, ‘‘বেলা ১১টার দিকে ন্যাশনাল গ্যালারির ৪৩ নম্বর কক্ষে ওই দুই তরুণী প্রবেশ করে। পরে তারা হাতে আঠা মেখে ভ্যানগগের সানফ্লাওয়ারস (১৮৮৮) সংলগ্ন দেয়ালে নিজেদের আটকে দেন। তারা চিত্রকর্মটির ওপর একটি লাল পদার্থও ছুড়ে দিয়েছেন, যা টমেটোর স্যুপ বলে মনে হয়েছে।’’

তবে ন্যাশনাল গ্যালারি কর্তৃপক্ষ বলেছে, বহুমূল্যবান পেইন্টিংটি কাচ দিয়ে ঢাকা থাকায় ক্ষতিগ্রস্ত হয়নি। এ ঘটনায় পরে কক্ষটি থেকে দর্শনার্থীদের সরিয়ে দিয়ে পুলিশ ডাকা হয়েছিল। ফ্রেমের সামান্য ক্ষতি হলেও পেইন্টিংটি অক্ষত রয়েছে।লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, সংশ্লিষ্ট দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

লন্ডনের গ্যালারির চিত্রকর্মটি ভ্যানগগের ১৮৮৮ এবং ৮৯ সালে সূর্যমুখী ফুল নিয়ে করা সাতটি কাজের মধ্যে একটি।ওই দুই আন্দোলনকর্মীরা ‘‘জাস্ট স্টপ অয়েল’’ (তেলের দৌরাত্ম্য বন্ধ করো)-এর টি-শার্ট পরা ছিল। উক্ত সংগঠনের সদস্যরা ন্যাশনাল গ্যালারিতেই জন কনস্টেবলের সৃষ্টি ‘‘দ্য হে ওয়েন’’-এর ওপর কাগজ সেঁটে দিয়েছিল। এর তিন মাস পর এ ঘটনা ঘটল।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ অক্টোবর ২০২২ /এমএম