Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রূপচর্চায় ডিম নানাভাবে ব্যবহার করা যায়। ডিমের সাদা অংশ দিয়ে রূপের পরিচর্যা করে থাকেন। কিন্তু আপনি কি জানেন ডিমের খোসা দিয়েও রূপচর্চা সম্ভব। ত্বকের জেল্লা কমে এলে ডিমের খোসা দিয়ে বানানো ফেসপ্যাক ব্যবহারে মিলবে সুফল।

কিভাবে বানাবেন এই ফেসপ্যাক?

প্রথমে ডিমের খোসা নিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন।তারপর মিক্সার গ্রাইন্ডারে পানিসহ ডিমের খোসা গ্রাইন্ড করে নিন।গ্রাইন্ড শেষে ডিমের কুসুম মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।মিশ্রণে সামান্য বেসন যোগ করুন।মিশ্রণ অল্প মধু ও হলুদ মিশিয়ে নিন।এবার পেস্ট ভালোভাবে নেড়ে ফেসপ্যাক তৈরি করুন।ফ্রিজে ফেসপ্যাক সংরক্ষণ করুন। তবে দীর্ঘক্ষণ রাখবেন না। অল্প সময় পরে ফ্রিজ থেকে বের করে ঠাণ্ডা ঠাণ্ডা এই ফেসপ্যাক ব্যবহার করুন।egg

ডিমের খোসার ফেসপ্যাক ব্যবহারের উপায়

প্রথমে মুখ ভালোমতো পরিষ্কার করে নিন।ঠাণ্ডা অবস্থায় ত্বকে ফেসপ্যাক ব্যবহার করুন।ফেসপ্যাক শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।এবার মুখ মুছে ত্বকে ময়েশ্চারাইজার মেখে নিন।এভাবে সপ্তাহে অন্তত ২ দিন এই ফেসপ্যাক ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফল পাবেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ সেপ্টেম্বর ২০২২ /এমএম