Menu

বর্ষা যখন আসে

জাহাঙ্গীর আলম জাহানের ছড়া

বৃষ্টি যেন খুকুর নূপুর
টাপুরটুপুর
সুর বাজে
জলের ছোঁয়ায় মিষ্টি ঠোঁটে
হেসে ওঠে
দূর্বা যে।

পুকুর পাড়ে
নদীর ধারে
বৃষ্টি পড়ে
একনাগাড়ে
বর্ষা হলে শুরু
নীল আকাশে
মেঘের ঘটা
বজ্র গুড়ু-গুড়ু।

বৃষ্টি যেন মিষ্টি খুকু
নেই অবসর এত্তটুকু
ছন্দ তুলে নাচে
দোল দিয়ে যায়
পাতায় পাতায়
সবুজ গাছে গাছে।

কদম-কেয়ার মিষ্টি ঘ্রাণে
ঝম ঝমাঝম বৃষ্টি আনে
বর্ষা যখন আসে
ইলশেগুঁড়ি রূপ-মাধুরী
কে-না ভালোবাসে!

বাংলানিউজসিএ/ঢাকা /২৮ জুলাই ২০১৯/এমএম


Array