Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আগামীকাল এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কয়েক দিনের টানা বৃষ্টিতে ও সড়কের বিভিন্ন স্থানে খোড়াখুড়ির কারণে পানি জমে রাজধানীতে ধীরগতিতে যানবাহন চলছে। এ অবস্থায় আগামীকাল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, গত কয়েকদিনের বৃষ্টি ও খোড়াখুড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ সেপ্টেম্বর ২০২২ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ