প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চিত্রনায়ক রুবেলের অ্যাকশনের ভক্ত নন, বাংলা চলচ্চিত্রে বোধহয় এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। সেই আশি-নব্বইয়ের দশক থেকে টিভিতে তার কারাতে দেখে বাড়িতে গিয়ে অনুশীলন করেছেন, এমন নজির বহু। সেই রুবেল একটা দীর্ঘ সময় ধরে রুপালি পর্দার বাইরে। অবশেষে বিশেষ চমক হয়ে ফিরছেন তিনি।
শনিবার সন্ধায় এফডিসিতে হয়ে গেল অনন্ত জলিল ও বর্ষা জুটির নতুন সিনেমা ‘কিল হিম’-এর মহরত। এই সিনেমাতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুবেলকে। তবে সেখানে তিনি কোন ধরনের চরিত্রে অভিনয় করবেন, তা প্রকাশ করেননি নির্মাতা মোহাম্মদ ইকবাল। এটিকে বিশেষ চমক হিসেবে রেখেছেন বলে জানান তিনি।
প্রযোজক ও পরিচালক ইকবাল বলেন, ‘রুবেল ভাই আমাদের অনেক সুপারহিট সিনেমার নায়ক। তার অ্যাকশনগুলো আজও দর্শককে মুগ্ধ করে। অনেকদিন পর রুবেল ভাই সিনেমায় ফিরছেন। সেটা আমার ছবি, এটা ভেবে ভালো লাগছে। তবে তার চরিত্র নিয়ে এখনই কিছু খোলাসা করতে চাই না।’
মোহাম্মদ ইকবাল প্রযোজিত ও পরিচালিত ‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা এবং রুবেল ছাড়াও আছেন মিশা সওদাগর, অমিত হাসান, জাদু আজাদ, কলকাতার রাহুল দেবসহ দেশি-বিদেশি অনেক অভিনয়শিল্পী। আগামী বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে মহরতে জানানো হয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ সেপ্টেম্বর ২০২২ /এমএম





