Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়েছে সরকার। নতুন মূল্যে তেল বিক্রি শুরুর পর এখন বাসভাড়া নির্ধারণে বৈঠকে বসবে মালিক সমিতি ও বিআরটিএ।মঙ্গলবার সকালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত ঢাকা টাইমসকে বলেন, ‘গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া বাড়ানো হয়েছিল। এখন তেলের দাম লিটারে পাঁচ টাকা কমেছে। তাই বাসভাড়া কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই। এ নিয়ে শিগগির বিআরটিএ’র সঙ্গে বৈঠকে বসবে।’

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ১০৯ টাকা, কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা ও পেট্রল ১২৫ টাকা হবে। এ নতুন দাম সোমবার রাত থেকেই কার্যকর হয়েছে।

গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ৬ আগস্ট বাসভাড়া বাড়ানো হয়। নতুন ভাড়া অনুযায়ী আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটার ভাড়া ৪০ পয়সা বেড়ে দুই টাকা ২০ পয়সা হয়, যা ছিল এক টাকা ৮০ পয়সা। এছাড়া ঢাকাসহ সব মহানগরে চলাচলকারী বাসগুলোতে ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বেড়ে দুই টাকা ৫০ পয়সা করা হয়, যা ছিল দুই টাকা ১৫ পয়সা। তবে পরিবহণগুলোর বিরুদ্ধে এর থেকেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আছে। ভাড়া নিয়ন্ত্রণে বিআরটিএ’র পক্ষ থেকে প্রায় প্রতিদিন অভিযান চালানো হচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ আগস্ট ২০২২ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ