Menu

বাংলাপ্রেস ডটকম ডেস্ক, ঢাকাঃ  ঢাকার মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। দুটো কারণে গুরুত্বপূর্ণ-প্রথমটি হচ্ছে বর্তমান সরকার কার্যত অচল।

এছাড়া সরকার রয়েছে বৈধতার সংকেটর মধ্যে রয়েছে। সরকার দুমড়ে-মুচড়ে গোটা দেশটিকে কারাগারে পরিণত করেছে।

একটি বেসরকারি রেডিও অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদ মজুমদার।

বিশিষ্ট এ সাংবাদিক বলেন, বর্তমানে সরকার পরিচালনায় লেজে-গোবরে অবস্থা সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ সংকট এবং জাতীয় ও আন্তর্জাতিক সংকটগুলো দানা বাধতে বাধতে  এতটাই জটিল আকার ধারণ করেছে যে দেশ স্থবির হয়ে গেছে। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য শান্তিপূর্ণভাবে নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই।

ভারতের আনুগত্য প্রকাশ করে অনুপ চেটিয়াকে তাদের হাতে তুলে দেয়া হয়েছে বলে মন্তব্য করলেন মাসুদ মজুমদার। তিনি বলেন, অনুচ চেটিয়া কোনো ক্রিমিনাল নয়; ভারতের দৃষ্টিতে তিনি বিচ্ছিন্নতাবাদী নেতা তবে বিশ্বের চোখে তিনি আলফা নেতা একজন মুক্তিযোদ্ধা। রাজনৈতিক আশ্রয় নেয়ার পরও তাকে ভারতের হাতে তুলে দেয়ায় আমাদের স্বাধীনতাকে ম্লান করে দেয়া হয়েছে বলে জানান মাসুদ মজুমদার। অনুপ চেটিয়ার পুরো কাহিনীর কোনোটাই তার ইচ্ছেয় হয় নি বলেও তিনি অভিমত প্রকাশ করেন।

নির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত