Menu

…আশরাফুল মাখলুকাত!
তোমার পবিত্র কাবায় আজ হাজির
শূন্য থালায় নেই কোন মোর নাজির,
তোমার করুণার চাঁদরে ঢাকো কাজির
মনের মণিকোঠায় গেঁথে দাও ফাঁতির।
…আশরাফুল মাখলুকাত!
আঁকাবাঁকা পথ হেঁটে এসেছি বহুদূর
সকল মানব প্রেমে মজিয়া রোদ্দুর,
একাই পাপি আগুনে পুড়ে নেই ভোর
খোল দোয়ার লুটে-পুটে ধরবো নুর।
…আশরাফুল মাখলুকাত!
পাখি হয়ে আবাবিল অনন্ত প্রহরী
মুহাম্মদ (সা.) উম্মত হয়ে শূল চড়কি,
ক্ষমা করো মোর শত ভুল আরতি
তাওহিদের আদরে কূলে নাও বারতি।
…আশরাফুল মাখলুকাত!
তোমার রহমতের সাগরে এত মধুর
প্রতিটি সিজদায় পেয়েছি রত্ন সূদুর,
কাবার আলিঙ্গনে আবদ্ধ হয় প্রাচীর
দো-জাহানে রেখো মোরে শুল্ক বাছির।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ জুন  ২০২২ /এমএম