Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বাংলাদেশের ঢাকা ও ভারতের নিউ জলপাইগুড়ির মধ্যে ট্রেন চলাচল উদ্বোধন হয়েছে। রেলমন্ত্রী নূরুল ইসলাম ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বুধবার সকালে মিতালী এক্সপ্রেস নামের ট্রেনটি উদ্বোধন করেন।মিতালী এক্সপ্রেস বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিকভাবে চালু হওয়া তৃতীয় ট্রেন। অন্য দুটি ট্রেন হলো মৈত্রী ও বন্ধন।

এসি এক্সিকিউটিভ ও এসি চেয়ার কার বগির মিতালী এক্সপ্রেস ট্রেন আজ উদ্বোধন হয় সকাল ৯টা ২৫ মিনিটে। নয়াদিল্লি থেকে ট্রেনটির ভার্চ্যুয়াল ‘ফ্ল্যাগ অফ’ করেন দুই দেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম ও অশ্বিনী বৈষ্ণব। ট্রেনটি ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি, চিলাহাটি, পার্বতীপুর হয়ে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে।

বাসস জানায়, মিতালী এক্সপ্রেস রবি ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসবে। আর সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে যাবে।নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়বে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে। ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে।

আর ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে। নিউ জলপাইগুড়িতে ট্রেনটি পৌঁছাবে পরদিন স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে।নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত ৫২৪ কিলোমিটার দূরত্ব চলতে ট্রেনটির সময় লাগবে প্রায় ১০ ঘণ্টা। এর মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটির দূরত্ব ৭১ কিলোমিটার। চিলাহাটি থেকে ঢাকা ক্যান্টনমেন্টের দূরত্ব ৪৫৩ কিলোমিটার।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ জুন  ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ